দৈনিক খবর

আর্সেনালকে হারিয়ে তালিকার শীর্ষে ম্যানসিটি

আবারও ম্যানচেস্টার সিটির কাছেই আটকে গেলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে জায়ান্ট আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার গোলে ম্যানসিটি এগিয়ে যায়। তবে বিরতির আগেই বুকায়ো সাকা পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ২৩ ম্যাচে তারা পেয়েছে ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট আর্সেনালের, তবে গোল ব্যবধানে পেছনে তারা।

এই ম্যাচে এক মৌসুমে ২৬ গোলের ক্লাব রেকর্ড ছুঁয়েছেন হাল্যান্ড। ২০১৪-১৫ মৌসুমে সার্জিও আগুয়েরোর কীর্তির পাশে বসলেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের হাতে এখনো ১৫ ম্যাচ, নিশ্চিতভাবে সিটি লিজেন্ডকে পেছনে ফেলতে যাচ্ছেন তিনি। ২৪তম মিনিটে তাকেহিরো তোমিয়াসুর রক্ষণাত্মক ভুলের ফায়দা নিয়ে ডি ব্রুইনা সিটিজেনদের এগিয়ে দেন। বিরতির তিন মিনিট আগে এডারসন বক্সের মধ্যে এডি এনকেতিয়াহকে ফেলে দিলে পেনাল্টি থেকে সাকা সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিল ম্যানসিটি। কিন্তু ভিএআরে হাল্যান্ডের অফসাইড ধরা পড়ায় তা বাতিল হয়। বিরতির পর আর্সেনাল মোমেন্টাম হারিয়ে ফেলে। হাল্যান্ডের পাস থেকে ৭২ মিনিটে গ্রিলিশ অতিথিদের এগিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে হাল্যান্ড নিশ্চিত করেন জয়সূচক গোল। তাতে ৬ নভেম্বরের পর প্রথমবার লিগের শীর্ষে উঠলো ম্যানসিটি। আগামী ২৬ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে দুই দল আরেকবার মুখোমুখি হবে।

Related Articles

Back to top button