দৈনিক খবর

সাকিবকে কাছে ডাকলেন তামিম, হলো গুরুত্বপূর্ণ আলোচনা

সিরিজের তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। সোমবারের ম্যাচ সামনে রেখে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে টিম টাইগার।

তার মাঝেই একবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল সাকিব আল হাসানকে ডেকে নিয়ে কথা বলতে। শেষ ম্যাচের আগে তারা উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

মিরপুরে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। সাড়ে ৬ বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশের শংকা জেঁকে বসেছে। কাকতালীয়ভাবে ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল।

আর দেশের মাটিতে ওয়ানডেতে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ২০১২ সালে পাকিস্তানের কাছে। এসব কারণেই আজ বেশ সিরিয়াস দেখাল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। শেষ ম্যাচ জিততে তারা মরিয়া।

অনুশীলনের ফাঁকে উইকেট নিয়ে কথা বলছিলেন তামিম, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সাগরিকা স্টেডিয়ামের কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা। এসময় চিৎকার করে সাকিবকে ডাকেন তামিম।

স্বাভাবিকভাবেই ফুটবল খেলায় মগ্ন সাকিব তা শুনতে পারেননি। পরে এক সতীর্থ সাকিবকে জানিয়ে দেন যে তামিম তাকে ডাকছে। এরপর সাকিব গিয়ে যোগ দেন আলোচনায়। সবাই মিলে উইকেটে গিয়ে কিছুক্ষণ পরামর্শ করেন। বোঝাই যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সাকিবের মতটাও গ্রহণ করেন তামিম।

Related Articles

Back to top button