দৈনিক খবর

নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বাজারে যে সব কথা শুনলাম,তাতে তার উপর আস্থা হারালাম:সিনিয়র নেতা

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। আর তাকে নিয়ে এখনো দেশে শেষ হয়নি আলোচনা সমালোচনার। এ দিকে সম্প্রতি তাকে নিয়ে আবারো একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা অবসর প্রাপ্ত মেজর আখতারুজ্জামান। পাঠকদের উদ্দেশে তারই সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

আজকের বিভিন্ন জাতিয় দৈনিকে কয়েকটি ব্যাংক ও ব্যবসায়িক গোষ্টির নামে প্রকাশিত অভিনন্দন দেখে নব নির্বাচিত রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন সাহেবকে অনাস্থা জানাতে বাধ্য হলাম। উনার সম্মন্ধে বাজারে যে সমস্থ কথাগুলি বিশেষ করে দুদকের কমিশনার ও একটি বেসরকারী ব্যাংকের পরিচালক হিসাবে বিভিন্ন মুখরোচক কথা চাওড় আছে তা আজকের প্রকাশিত অভিনন্দন দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম।

জানি কোন কাজ হবে না উল্টো আমার বিপদ হতে পারে তারপরেও দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের প্রতি অনাস্থা প্রকাশ করলাম এবং সেই সঙ্গে সকল সচেতন মহলের দৃষ্টিও আকর্ষন করলাম।

সবাই ভাল থাকবেন।

প্রসঙ্গত, দেশের ২২টম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।এখন শুধু তার ক্ষমতার মসনদে বসার অপেক্ষা। তবে ইতিমধ্যে বেশ কিছু করনে তিনি হয়েছেন ব্যাপক আলোচিত।

Related Articles

Back to top button