দৈনিক খবর

বিপিএল খেলতে এসে ক্রীড়া মন্ত্রী হওয়ার খবর জানালেন ওয়াহাব রিয়াজ

বর্তমানে পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ আছেন বাংলাদেশে, খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বিপিএল ২০২৩ এ। বাংলাদেশে থেকেই বড় দায়িত্ব পাবার খবর শুনলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব সরকারের (তত্বাবধায়ক) মন্ত্রীসভায় আছেন তিনি।

পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের ক্রীড়া মন্ত্রী হচ্ছেন পাঞ্জাব তত্ত্ববধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হবার খবর পাকিস্তান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াহাব রিয়াজই।

খুলনা টাইগার্সে ওয়াহাব রিয়াজের সঙ্গে একই দলে খেলতে থাকা উইকেটরক্ষক ব্যাটার আজম খান টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে চিল করছি। ব্যস্ত মানুষ।’

এদিকে এই বাঁহাতি পেসার পাকিস্তানের হয়ে ১৫৬ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ২৩৭ উইকেট, পাকিস্তানের পক্ষে খেলেছেন একাধিক বিশ্বকাপ, ছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে। বিপিএল চলাকালীনই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট দখলে নেন তিনি।

Related Articles

Back to top button