আন্তর্জাতিকদৈনিক খবর

ঈদ কবে জানাল আরব আমিরাত

রমজান শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে ঈদ আনন্দ ততই দরজায় কড়া নাড়ছে। হিজরি পঞ্জিকা অনুযায়ী শাওয়াল মাসের ১ তারিখ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। খবর খালিজ টাইম।

এ বছর মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হয় ২৩ মার্চ বৃহস্পতিবার। পবিত্র রমজান মাস ২৯/৩০ দিনে হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ২৯টি রোজা হয় তাহলে এ বছর সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২১ এপ্রিল শুক্রবার।

২৯টি রোজা হলে ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। আর ২১ এপ্রিল শাওয়াল মাস শুরু হবে। এমনটাই জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা। সে অনুযায়ী আরব আমিরাতে সরকার ছুটি থাকবে দিন। ২১,২২ এবং ২৩ এপ্রিল।

Related Articles

Back to top button