দৈনিক খবর

আন্তর্জাতিক বাজারে কমছে সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে সদ্য সমাপ্ত মাসে সয়াবিনের দাম ২ শতাংশ হ্রাস পেয়েছে। মাসিক ভিত্তিতে বিগত ৫ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর শূন্য দশমিক ৭ শতাংশ ছেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৫ দশমিক ০২ ডলারে। এতে সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে সার্বিকভাবে ভোজ্যতেল উৎপাদন পণ্যটির দরপতন ঘটেছে। এ নিয়ে গত ৫ মাসের মধ্যে প্রথম কোনো মাসে এর দাম কমলো।

উল্লেখ্য, ব্রাজিলে এবার রেকর্ড সয়াবিন উৎপন্ন হয়েছে। ইতোমধ্যে তা আন্তর্জাতিক বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে তেলবীজটির দামও নিম্নমুখী ধারায় রয়েছে।

Related Articles

Back to top button