দৈনিক খবর

ভিক্ষুককে হাজার টাকার জালনোট ভিক্ষা দিয়ে প্রতারক নিয়ে গেল ৯৫০ টাকা

ভোলার লালমোহনে ভিক্ষুককে ৫০ টাকা সাহায্য দেয়ার কথা বলে ১ হাজার টাকার জাল নোট দিয়ে প্রতারণা করেছেন অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী।ভুক্তভোগী ভিক্ষুকের নাম মো. ইব্রাহিম খলিল। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে লালমোহন পৌরশহরের লাঙ্গলখালী বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যাক্তি উপজেলার ফরাজগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার কালাগণি বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বয়স্ক এই ভিক্ষুক খলিল সকালে লাঙ্গলখালী বাজারে সাহায্যের জন্য আসেন।

বাজার থেকে সাহায্য তুলে উত্তর পাশের কালভার্টের কাছে এক মোটরসাইকেল যাত্রী তাকে কিছু টাকা ভিক্ষা দেবেন বলে ১ হাজার টাকা খুচরা চায়। এরপর ভিক্ষুক খলিলকে ১ হাজার টাকার একটি জাল নোট দিয়ে ৯৫০ টাকা নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ওই মোটরসাইকেল যাত্রী।

জহিরুল হক নামের এক কলেজ প্রভাষক জানিয়েছেন, প্রায় সময়ই এই বৃদ্ধ লোকটি আমার বাসায় সাহায্যের জন্য আসেন। শুক্রবার সকালের দিকে তিনি আমাকে দেখে এক হাজার টাকার একটি নোট দেখান।

পরে আমি নোটটি ভালো করে দেখে বুঝতে পারি এটি জাল টাকা। বিষয়টি শুনে ওই বৃদ্ধ ভিক্ষুক কান্নায় ভেঙে পড়েন। ইব্রাহিম খলিল নামের ওই ভিক্ষুক আমাকে জানায় এই টাকা গত দুই-তিনদিন ধরে মানুষের থেকে পাওয়া।

ইতিমধ্যে ভিক্ষুকের সঙ্গে এমন জঘন্যতম কাণ্ডে হতবাক এলাকার সব স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ ঝেরেছেন অনেকে। ভিক্ষুকের সঙ্গে এমন কাজ করা ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Related Articles

Back to top button