দৈনিক খবর

ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়া নাজমুলের পাশে দাঁড়াল ক্রীড়া মন্ত্রণালয়

এবার ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়ার পরও অর্থের অভাবে যাওয়া হচ্ছিল না মোহামেডানের ফুটবলার নাজমুল আকন্দের। বিমান ভাড়ার জন্য সাও পাওলোর ক্লাবে ট্রায়াল দিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন দেশের প্রথম বিভাগে খেলা এই ডিফেন্ডার। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সহযোগিতা নিয়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জের এই যুবক।

আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিকেলে সচিবালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল আকন্দের কাছে ব্রাজিল যাওয়ার-আসার বিমান টিকিট বাবদ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি তিনি সাও পাওলোর পথে উড়াল দেবেন।

এদিকে পেলে-নেইমারদের দেশে এবারই প্রথম যাচ্ছেন না নাজমুল। ২০১৯ সালে ব্রাজিল সরকারের সহযোগিতায় এক মাসের প্রশিক্ষণ নিতে যে চারজন কিশোর ফুটবলার ব্রাজিলের বিখ্যাত গামা ক্লাবে গিয়েছিলেন, তাদের একজন নাজমুল আকন্দ।

নিজেদের জমিজমা বন্ধক রেখে হলেও ব্রাজিল যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন নাজমুল। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী পাশে দাঁড়ানোয় এখন আর জমি বন্ধক রেখে ব্রাজিল যেতে হচ্ছে না তাকে। দেশের ক্রীড়া অভিভাবক জাহিদ আহসান রাসেল এমপিই তাকে ব্রাজিল পাঠানোর ব্যবস্থা করলেন।

Related Articles

Back to top button