দৈনিক খবর

বিশ্বে জনপ্রিয় সুপারফুড কিনোয়া চাষের উজ্জ্বল সম্ভবনা

দক্ষিণ আমেরিকা, চীন, ভারতসহ বিশ্বের ১২০টিরও বেশি দেশে দিন দিন সুপার ফুড হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কিনোয়া। স্বাস্থ্য সুরক্ষার অত্যাবশ্যকীয় উপাদান থাকায় বিশ্বজুড়ে কিনোয়া সুপার ফুড হিসেবে পরিচিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ও প্লান্ট ব্রিডিং বিভাগের গবেষণায় দেশে কিনোয়া উৎপাদনে আশানুরূপ ফল পাওয়া গেছে। হাই-প্রো’টিন সমৃদ্ধ বিদেশি ফসল ‘কিনোয়া’ দেশে চাষের উজ্জ্বল সম্ভবনা দেখছেন গবেষকরা। তারা জানান, দেশে নতুন হলেও, বিভিন্ন দেশে পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ এই ফসলের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। কিনোয়ার বীজ হাই-প্রোটিন, ভি’টামিন, মিনা’রেলস, অ্যান্টিঅ’ক্সিডেন্ট, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যা’সিড ও ফাইবার সমৃদ্ধ। বাহারি খাবারের পাশাপাশি যেকোনো খাবারে কিনোয়া ব্যবহার করা যাবে।

কম খরচে ৭০ থেকে ৮০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ও প্লান ব্রিডিং বিভাগের প্রধান গবেষক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন, বাংলাদেশে কিনোয়া চাষের অনুকূল পরিবেশ রয়েছে। লবণ সহিষ্ণু ও খরা পীড়িত জমিতেও কিনোয়া চাষ করা যাবে।

আর উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান জানান, নিরাপদ খাদ্য হিসেবে পুষ্টিগুণ সম্পন্ন এই ফসলটির ওপর গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বিশ্ববাজারে কিনোয়ার ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিও করা সম্ভব। এছাড়া, জ্বালানি ও পশু খাদ্যের পাশাপাশি বায়োফুয়েল উৎপাদনেও ব্যবহার করা যাবে কিনোয়ার গাছ।

Related Articles

Back to top button