Entertainmentদৈনিক খবর

বিনোদন অঙ্গনে শোকের ছায়া, মাত্র ৪৬ বছর বয়সেই মারা গেলেন তিনি

মাত্র ৪৬ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের সহপ্রতিষ্ঠাতা ও অত্যন্ত জনপ্রিয় গিটারিস্ট মার্ক শিহান। গুণী এই শিল্পীর মৃত্যুতে মুহূর্তেই গোটা বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের কালো ছায়া।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মার্ক শিহান শুক্রবার (১৪ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি জানিয়েছে তার ব্যান্ড দল।

ব্যান্ডের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, গিটারিস্ট মার্ক শিহান একজন চমৎকার স্বামী, বাবা, ভাই, ব্যান্ড সদস্য এবং বন্ধু ছিলেন।

২০০১ সালে মার্ক শিহান কণ্ঠশিল্পী ড্যানি ও’ডোনোগু এবং ড্রামার গ্লেন পাওয়ারের সাথে ‘দ্য স্ক্রিপ্ট’ ব্যান্ডটি সহ-প্রতিষ্ঠা করেন।

ভক্তদের প্রতি শিহানের পরিবার ও তার ব্যান্ডদলের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে অনুরোধও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে মার্ক শিহানকে এতো তাড়াতাড়ি হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্খীরা।

Related Articles

Back to top button