দৈনিক খবর

উসাইন বোল্টের ১২৬ কোটি টাকা মুহূর্তেই গায়েব!

জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। অবসর নেওয়ার পর ক্যারিয়ারের সব সঞ্চয় একটি ব্যাংকে রেখেছিলেন তিনি। তবে এক ধাক্কাতেই নিঃস্ব হয়ে গেলেন বিশ্বের দ্রুততম মানব! অ্যাকাউন্ট থেকে মুহূর্তে হারিয়ে গেল ১২ মিলিয়ন ডলার। যা টাকার হিসাবে প্রায় ১২৬ কোটি। ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রাখা প্রায় সব টাকাই খোয়ালেন উসাইন বোল্ট। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী লিন্টন গর্ডন।

বোল্টের আইনজীবী বলেন, অবসর নেওয়ার পর দৌড়বিদ তার সব সঞ্চয় এজ্যামাইকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্মের অ্যাকাউন্টে রেখেছিলেন। খন সেই পরিমাণ অর্থ অ্যাকাউন্ডে দেখাচ্ছে না, সবটাই হাওয়া হয়ে গিয়েছে। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ার বাজারের একটি সংস্থা। বোল্টের অ্যাকাউন্ট কিংস্টন, জ্যামাইকা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে রয়েছে এবং এখন এতে মাত্র ১২,০০০ ডলার অবশিষ্ট রয়েছে।
কিন্তু কিভাবে ডলার গায়েব হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে এ ঘটনার পর জ্যামাইকার আর্থিক পরিষেবা কমিশন এই বিষয়ে তদন্ত শুরু করেছে। বোল্ট তার সব টাকা ১০ দিনের মধ্যে ফেরত চেয়েছেন। যদি তা না হয় তবে বোল্ট বিনিয়োগ সংস্থার বিরুদ্ধে জালিয়াতির মামলা করবেন বলে জানিয়েছেন। সব মিলে বোল্টের অ্যাকাউন্টে ১২ মিলিয়ন ডলার ছিল। বাংলাদেশি টাকায় যা ১২৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকা।

উল্লেখ্য, অলিম্পিক্সে ৯ বার সোনার পদক জিতেছেন ৩৬ বছরের বোল্ট। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তাকে অনেকে সর্বকালের সেরা দৌড়বিদ বলেও মনে করেন। ১০০ মিটার (৯.৫৮ সেকেন্ডস), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ডস) এবং ৪০০ মিটার (৩৬.৮৪ সেকেন্ডস) রিলেতে বিশ্বরেকর্ড এখনও তার দখলে। ২০০ মিটারে চার বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আছে বোল্টের। বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন বোল্ট।

Related Articles

Back to top button