দৈনিক খবর

বিপিএল উন্নতিতে বিসিবির বৈঠক: সাকিব বললেন, ভালো কথা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই দেখা দিয়েছে বিতর্ক। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে সাকিব আল হাসান এটিকে ‘যা-তা’ বলে মন্তব্য করেন। জানান, দুই মাসের মধ্যেই ঠিক করতে পারবেন সব বিশৃঙ্খলতা। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বিসিবি। পরে এই অলরাউন্ডার বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো…’

আজ বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিপিএল নিয়ে বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। যেখানে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকরা। এরপর চেয়ারম্যান শেখ সোহেল জানান বিপিএলকে ভালো করতে হয়েছে আলাপ-আলোচনা।

এদিনই চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে আসেন সাকিব। সেখানে বোর্ডের এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেন, ‘জানি না’। পরে এমন বৈঠক হওয়া ভালো কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘ভালো কথা।’ এরপর এটা তার প্রতিক্রিয়ার কারণেই কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কী করে বলি’।

Related Articles

Back to top button