দৈনিক খবর

এবার বাংলাদেশের আম যাবে জাপানে

জাপানে আম রপ্তানির কাজ প্রায় চূড়ান্ত এবং শিগগিরই রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে। একইসঙ্গে অন্যান্য ফলমূল ও শাকসবজি রপ্তানির সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের সুমিষ্ট আমের বিদেশ যাত্রা নতুন নয়। যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও সৌদি আরবপ্রবাসীরা এ দেশের আমের ঘ্রাণ নিয়েছেন। বেশ কয়েক বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই ফল রপ্তানি হচ্ছে। এবার যাচ্ছে জাপানে।

গত বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন এবং এই খাতে সহযোগিতা জাপান আরও বাড়াবে বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

এদিকে জাপানের রাষ্ট্রদূত বলেন, কৃষি খাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চাই।

Related Articles

Back to top button