দৈনিক খবর

ইতালিতে নৌকাডুবে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ১২ শিশুসহ ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে নৌকাটি অবতরণের সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

আলজাজিরার তথ্যমতে, নৌকাটি বেশ কিছু দিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৫০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজদের উদ্ধারে এখনও অনুসন্ধান চলছে। সমুদ্রপথে ইউরোপে প্রবেশের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ ঘটনার জন্য তিনি মানব পাচারকারীদের দায়ী করেছেন। উল্লেখ্য, বিভিন্ন অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বা নিখোঁজ হন।

Related Articles

Back to top button