দৈনিক খবর

প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় ছাত্রদল কর্মী, দিতে পারেননি মাটি

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার হন ঝালকাঠি সদর উপজেলার গগন গ্রামের ছাত্রদলকর্মী সিদ্দিকুর রহমান হাওলাদার। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারের চার দিন পর গত বুধবার বিকেল ৫টায় তার বাবা মোকছেদ হাওলাদার মারা যান।

বৃহস্পতিবার (০২ মার্চ) আসরের নামাজের পর গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে প্যারোলে মুক্ত হয়ে বাড়িতে যান ছাত্রদল কর্মী সিদ্দিকুর রহমান। কড়া পুলিশি পাহাড়ায় এক ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হাতকড়া ও রশি দিয়ে বাঁধা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন তিনি। তবে নির্দিষ্ট সময় শেষ হওয়ায় তাকে কবরে মাটি দেওয়ার সময় দেওয়া হয়নি।

সিদ্দিকের ভাই ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সিদ্দিক বাবাকে গোসল করানোসহ সব কাজই করে দিত। একটু হাঁটতে বের হলেও সিদ্দিকের সঙ্গে যেত। বাবার খুব আদরের ছেলে ছিল সিদ্দিক। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে সেই আদরের ছোট ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করায় কষ্ট পায় বাবা। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার বিকেল ৫টায় বাবা মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন বলেন, ছেলের গ্রেপ্তার হওয়া কিছুতেই মানতে পারেননি তার বাবা। গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার ছেলেকে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেন জেলা প্রশাসক। তবে পুলিশ তার হাতে হাতকড়া পড়িয়ে এবং রশি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে আসে। এমনকি জানাজার সময় দুই পাশে দুই পুলিশ দাঁড়িয়ে ছিলেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ছাত্রদল কর্মী সিদ্দিকুর রহমানসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশসহ ২০ জন আহত হয়।

Related Articles

Back to top button