দৈনিক খবর

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

দেশের পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

গতকাল শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নতুন করে শৈত্যপ্রবাহ। একদিকে শৈত্যপ্রবাহ আরেকদিকে বৃষ্টির কারণে আগামী কয়েকদিন শীত জেঁকে বসতে পারে।

শৈত্যপ্রবাহের মধ্যে শুক্রবার (১৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

Related Articles

Back to top button