দৈনিক খবর

দ্রুত ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা হোক : তিশা

সোমবার দুপুরে এই সিনেমার নির্মাতা ও তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট শেয়ার করে নিজের ভেরিফায়েড পেজে এই আহ্বান জানান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা লিখেছেন, ‘আর কালক্ষেপণ না করে দ্রুত শনিবার বিকেল মুক্তির ব্যবস্থা করা হউক!’

তিনি যে পোস্টটি শেয়ার করেছেন তাতে ফারুকী লিখেছেন, ‘সেন্সর বোর্ডের প্রিয় ভাই-বোনেরা, আমরা এখনও আপনাদের চিঠির অপেক্ষায়। বাংলাদেশের আইন অনুযায়ী আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। শনিবার বিকেলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশি-আন্তর্জাতিক পত্র-পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে।

‘আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। ওদিকে ফারাজ রিলিজ হচ্ছে তিন তারিখ। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শনিবার বিকেল মুক্তির দিকে, ফারাজের সাথে একই দিন বা এক ঘন্টা আগে হলেও।’

তিনি লিখেছেন, ‘সুতরাং এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি। পৃথিবীর নানা দেশে সিনেমাটা দেখানো হয়েছে, হচ্ছে। এবার বাংলাদেশের মানুষের পালা। পাশাপাশি এটাও আপনাদের ভাবার সময় আসছে, এই নতুন মিডিয়ার যুগে সিনেমা আটকানোর মতো সেকেলে চিন্তা আদৌ কোনো কাজে আসে কি না। কারণ যে কেউ চাইলে তার ছবি ডিজিটাল প্ল্যাটফরমে উন্মুক্ত করে দিতে পারে। ফলে ছবি আটকানোর চেষ্টা একটা পণ্ডশ্রম যা কেবল দেশের জন্য বদনাম-ই বয়ে আনতে পারে।

‘আরেকটা কথা যেটা বারবারই বলছি, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অমানুষিক পরিশ্রম করে কারো সিনেমা বানানোর দরকার নাই। দেশের বাইরে যে কোনো দেশ থেকে ইউটিউব-ফেসবুকে একটা দশ মিনিটের ভিডিও আপ করে দিলেই হয়। শিল্প রচনার মতো এতো কষ্টসাধ্য পথে যাওয়ার তো দরকার নাই।’

পোস্টে এই নির্মাতা লিখেছেন, ‘আর তাছাড়া শিল্পীর লক্ষ্য এতো ন্যারো থাকে না, ভাই। কারো ভাবমূর্তি রক্ষা বা ক্ষুন্ন করার মতো কাজ তার না। তার লক্ষ্য মহাকালের সাথে তার কালের কথোপকথন! ইতি,আপনাদেরই বঙ্গসন্তান!’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে বহুদিন ধরে আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। অবশেষে সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানিতে জানানো হয়, এই সিনেমা মুক্তিতে আর বাধা নেই।

Related Articles

Back to top button