দৈনিক খবর

শিরোপা জিততে চাই পিএসজির হয়ে

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিসহ গড়া দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে রয়েছে ফরাসি জায়ান্টরা।

পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে লিওনেল মেসির দীর্ঘ কথোপকথন। জামার্ন জায়ান্টে বিপক্ষে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন আর্জেন্টাইন মহাতারকা। পাঠকদের জন্য এর কিছু অংশ তুলে ধরা হলো। খেলা প্রসংগে মেসি জানান, সত্য বলতে খুব ভালো লেগেছে।

বেশ উপভোগ করেছি এবং এসব অনুভূতি ব্যাখ্যা করাও কঠিন। বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আমার সারা জীবনের স্বপ্ন ছিল। এই স্মৃতি কখনো ভোলার নয়। সব আর্জেন্টাইন এবং যারা খেলার সুযোগ পেয়েছে, তারা সবাই এই স্মৃতি মনে রাখবে।

কাতার বিশ্বকাপে এমবাপ্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসংগে মেসি বলেন, ফাইনালটা যে দম আটকানো ছিল তা নিয়ে সন্দেহ নেই। ম্যাচের মুহূর্তগুলো পাগলাটে ছিল। কিলিয়ান (এমবাপ্পে) তিন গোল করেও ফাইনাল জিততে পারেনি।

এটা পাগলাটে ফাইনাল ছাড়া আর কী! কিন্তু সে এটা আগেই জিতেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হতে কেমন লাগে, সেটাও জানে। একই দলে তার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার। আশা করি প্যারিসে আমরা দারুণ কিছু করতে পারব।

Related Articles

Back to top button