দৈনিক খবর

‘মেসিদের আনতে অনেক টাকা লাগবে, তবুও চেষ্টা করছি’

আগামী জুন-জুলাইয়ে ফিফা উইন্ডোতে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ঢাকায় এসে ম্যাচ খেলেছিল। ফিফা প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া।

এবার কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসিরা। এরপরই গুঞ্জন ওঠে মেসিদের বাংলাদেশে নিয়ে আসার। সেই গুঞ্জন বাস্তবে রূপ দিতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আজ রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও সুনির্দিষ্ট কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করব।’

আর্জেন্টিনা বাংলাদেশে এলে তাদের প্রতিপক্ষ কারা হতে পারে সেটা এখনও ঠিক হয়নি। বাফুফে সভাপতি বলেছেন, ‘প্রতিপক্ষ কারা থাকতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত হওয়ার পর প্রতিপক্ষ ঠিক হবে। এছাড়া শুরুতে পিএসজিকে নিয়েও আমরা একটা চেষ্টা করেছি। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেসি পিএসজিতে না থাকলে এ ক্লাবকে এনে তো লাভ নেই। তাই আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। তারা এখনও পজিটিভ আছে।’

মেসিদের ঢাকায় আনতে অনেক অর্থ লাগবে। পুরো প্রজেক্টটি ব্যয়বহুল বলছেন সালাউদ্দিন, ‘আর্জেন্টিনাকে আনার বিষয়টা ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়? চেষ্টা করতে দোষ কোথায়। আগে (২০১১ সালে) আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৬-৭ মিলিয়ন ডলার লাগতে পারে। প্রতিপক্ষ মিলিয়ে ১০ মিলিয়ন (এক কোটি)ডলার লাগবে।’

Related Articles

Back to top button