দৈনিক খবর

বিশ্ব ইজতেমার ময়দানে বসতে মুসল্লিদের বিনামূল্যে কাগজ দিচ্ছেন শাহজাহান

গাজীপুর টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আগতদের বসে বয়ান শোনা ও মোনাজাতে অংশগ্রহণের জন্য ফ্রি লাইনার পেপার (কাগজ) দিচ্ছেন শাহজাহান মিয়া। তিনি টঙ্গী এলাকার কাপড় ব্যবসায়ী। আজ রবিবার ২২ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, টঙ্গী ব্রিজের ওপর রাজধানী থেকে ইজতেমায় আগতদের ডেকে ডেকে বিনামূল্যে লাইনার পেপার (কাগজ) বিতরণ করছেন।

প্রথমে কেউ কেউ নিচ্ছেন না, পরে যখন শুনছেন বিনামূল্যে দিচ্ছেন, তখন নিচ্ছেন। কাছেই ছোট-বড় পাটি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৩৬০ টাকা পর্যন্ত। গফরগাঁওয়ের শাজাহান মিয়া গত দুই বছর ধরে তার সামর্থ্য অনুযায়ী ইজতেমায় আসা মুসল্লিদের বসার জন্য বিনামূল্যে লাইনার পেপার (কাগজ) বিতরণ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, ইজতেমায় অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। তারা বসার জন্য কোন জায়গা পান না। এতে তাদের দোয়া ও মোনাজাতে অংশ নিতে কষ্ট হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। বছরও ৫০০ পিস দিয়েছি, এ বছর দুই ধাপে এক হাজার পিস দেওয়ার চেষ্টা করেছি।

এদিকে টঙ্গীর তুরাগতীরে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Related Articles

Back to top button