দৈনিক খবর

মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে সুসংবাদ দিলেন স্কালোনি

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। ২০২৬ সালের বিশ্বকাপে মেসিকে মাঠে দেখা যাবে বলে মনে করছেন অনেকে। আবার অনেকের ধারণা, পরবর্তী বিশ্বকাপে নাও খেলতে পারেন মেসি। এমন অবস্থায় মেসির আগামী বিশ্বকাপ খেলা নিয়ে ইতিবাচক সংবাদই দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

দেশটির বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি জানান, মেসির জন্য সবসময়ই জাতীয় দলের দরজা খোলা থাকবে। তারকা এই ফুটবলার আগামী বিশ্বকাপেও খেলবেন, এমনটাই প্রত্যাশা আর্জেন্টিনার কোচের।

কোচের এমন ইতিবাচক ধারণা পেয়ে বেশ খুশি মেসি ভক্তরা। সমর্থকদের চাওয়া মেসি আগামী বিশ্বকাপেও খেলুক।

স্কালোনি বলেন, ‘মেসি জাতীয় দলের হয়ে খেলবে কিনা? তার (মেসির) জন্য সবসময়ই সুযোগ থাকবে। যদি সে না খেলে তখন আমরা বিকল্প খুঁজব। আমি আশা করি সে পরবর্তী বিশ্বকাপেও অংশ নিবে। আমি তাকে সেখানে দেখতে পাবো, তবে তার আগে বিশ্বকাপের জন্য আমাদের কোয়ালিফাই করতে হবে।’

উল্লেখ্য যে, এর আগেও মেসির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন স্কালোনি। যেখানে তিনি বলেছিলেন, আগামী বিশ্বকাপে মেসির পাশাপাশি ডি মারিয়ার জন্যও সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে ডি মারিয়াকে ম্যাচ খেলার মতো ফিট থাকতে হবে। অবশ্য, মেসির ক্ষেত্রে কোনো নিয়ম বেঁধে দেননি তিনি।

Related Articles

Back to top button