দৈনিক খবর

জামিনে মুক্তি পেলেন ফখরুল-আব্বাস

দীর্ঘ এক মাস কারা‌ভো‌গের পর জা‌মি‌নে মু‌ক্তি পেলেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী ক‌মি‌টির সদস্য‌‌ মির্জা আব্বাস। এর আগে আজ সোমবার ৯ জানুয়া‌রি বিকেলে তাদের জামিননামা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পৌঁছে বলে নিশ্চিত করেছেন বিএন‌পি মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান। বিস্তারিত আসছে…।

এ ছাড়াও, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, আজ সোমবার ৯ জানুয়ারি বিকেলে জামিননামা কারাগারে পৌঁছায়। এর ফলে যেকোনো সময় ফখরুল-আব্বাস মুক্তি পেতে পারেন। কারা সূত্রে জানা গেছে, বিকেলে প্রতিনিধির মাধ্যমে দুজনেরই হাইকোর্ট থেকে জামিননামা কারাগারে পৌঁছায়।

এরপরই তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদি তাদের বিরুদ্ধে আর কোনও সুনির্দিষ্ট মামলা কিংবা অভিযোগ না থাকে, সেক্ষেত্রে তারা কারাগার থেকে মুক্তি পেতে পারেন। তবে তাদের বিরুদ্ধে যদি অন্য কোনও অভিযোগ থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন জানান, গত ৩ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দি‌য়ে‌ছেন হাইকোর্ট। একইসঙ্গে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেন আদালত।

আইনজীবী জানান, পরদিন (৪ জানুয়া‌রি) বিএন‌পির এই দুই নেতার জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানির জন্য রোববার (৮ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন চেম্বার আদালত। এদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে তাদের জামিন বহাল রাখা হয়।

‌তি‌নি ব‌লেন, এর আগে মোট চার বার মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালতের বিচারকরা। পরে তা‌দের প‌ক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

Related Articles

Back to top button