দৈনিক খবর

শাহজালাল এয়ারপোর্টে অবতরণ করতে পারেনি কুয়েত, আমিরাতের ফ্লাইট

ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৭টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। বেশ কয়েক ঘণ্টা আকাশে ঘোরাঘুরি করার পর, ৬টি ফ্লাইট ইন্ডিয়ার কলকাতা এয়ারপোর্টে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে এয়ারপোর্ট সূত্র।

অপর একটি ফ্লাইট মালয়েশিয়া থেকে উড্ডয়নের দুঘণ্টা পর কুয়াশা পরিস্থিতি জানতে পেরে ফের মালয়েশিয়ায় চলে যায়। ঢাকা এয়ারপোর্টের পরিস্থিতি সকাল ৮টা পর্যন্ত স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার রাত ১২টার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হয়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সাতটি ফ্লাইট চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করলেও সেখানে পার্কিং স্পেসের সংকট থাকায় কলকাতা চলে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকায় অবতরণ করতে না ফ্লাইটগুলো হলো- কুয়ালালামপুর থেকে আসা বাটিক এয়ার, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, বিমানের দাম্মাম, গালফ এয়ারের বাহরাইন ও সালাম এয়ারের মাস্কাট থেকে আসা উড়োজাহাজ।

এছাড়া কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট ওড়ার ২ ঘণ্টা উড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে জানতে পেরে মাঝ আকাশ থেকেই কুয়ালালামপুর ফিরে যায়। অপরদিকে সৌদির জেদ্দা থেকে ঢাকার একটি ফ্লাইট যাত্রা বাতিল করেছে।

Related Articles

Back to top button