Countrywideদৈনিক খবর

শয়তানের বাচ্চা, ওর বাপের পেছনে পেছনে ৩ নম্বর ছাগলের বাচ্চা হয়ে ঘুরে বেড়ায়: এমপি মমতাজ

সম্প্র‍তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্ঠ শিল্পী মমতাজের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে একটি পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবে বেশ কয়েক বছর ধরে রাজনীতি করছেন। তার দেওয়া এ পোস্টকে ঘিরে সিংগাইর ও মানিকগঞ্জে ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমপি মমতাজের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই”রাল হলে ওই রাতেই ফেস”বুক আইডি থেকে পোস্টটি ডিলিট করা হয়। এ নিয়ে তার নির্বাচনী এলাকায় তোলপাড় শুরু হয়েছে, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে।

পোস্টে তিনি লিখেছেন- ‘এই শয়তানের বাচ্চা যখন পার্টির দায়িত্বে ছিল তখন হাতে-পায়ে ধরেও কখনো হরিরামপুরে নিতে পারি নাই, আর এখন ওর বাপের পেছনে পেছনে তিন নম্বর ছাগলের বাচ্চা হয়ে ঘুরে বেড়ায়!’ তবে তিনি কাকে উদ্দেশ্য করে পোস্টটি লিখেছেন তা জানা যায়নি।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হিসেবে তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ করেছেন। তিনি বলেন, টানা সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ও একজন মুক্তিযোদ্ধাকে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বদনাম ও হেয় করা ঠিক নয়।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামসহ একাধিক রাজনৈতিক নেতার সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি জাহিদ আহমেদ টুলু শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।

হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ ও হরিরামপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিংগাইরের সাত ইউপি চেয়ারম্যানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠান চলাকালীন এমপি মমতাজ তার ফে”সবুক আইডিতে এ পোস্ট করেন। দলীয় নেতারা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে এমপি মমতাজের আইডিতে পোস্টটি ছিল। ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে রাতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

পোস্টটি নিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, এমপি মমতাজ বেগম এই পোস্টটিতে বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানকে ইঙ্গিত করে করেছেন। ২৭ বছর ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মাজেদ খানকে গত ৩০ জুলাই আওয়ামী লীগের তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়। গত শুক্রবার জাহিদ আহম্মেদ টুলুর কর্মসূচিতে ওই মুক্তিযোদ্ধা নেতা অংশগ্রহণ করায় মমতাজ বেগম এমপি ক্ষুব্ধ হয়ে ফেসবুকে এরকম পোস্ট দেন বলে অনেকেই মন্তব্য করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান শহীদ শুধু ‘টাকা’ শব্দটি লিখে মন্তব্য শেষ করেন। এছাড়া মোঃ ফরিদুর রহমান জয় এই পোস্টে মন্তব্য করে লিখেছেন- ‘মীরজাফরদের স্বভাব এমন আপা। ’

এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান বলেন, একজন সংসদ সদস্যের আমাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন ও দেখেছেন।

তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী রাজনৈতিক নেতাকে নিয়ে এমপি হিসেবে নিজের ফে”সবুক আইডিতে এমন মন্তব্য করা ‘ঠিক ও ভালো নয়’।

এ ঘটনার বিষয়ে জানার জন্য এমপি মমতাজ বেগমের সাথে মোবাইলে এবং আরো বেশ কয়েকভাবে যোগাযোগ করা হয় কিন্তু তার সাথে কোনোভাবে যোগাযোগ সম্ভব হয়নি। তবে জুয়েল নামের যিনি তার ব্যক্তিগত সহকারী হিসেবে রয়েছেন তিনি এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, ফে”সবুকে মমতাজ বেগম একটি পোস্ট করেছেন এই ধরনের কথা তিনি শুনেছেন।

 

 

Related Articles

Back to top button