দৈনিক খবর

চট্টগ্রামকে একশো রানও করতে দিল না সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেট দলপতি মাশরাফি। তবে উদ্বোধনী ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটি শুরুই হয়েছে মাত্র ৮৯ রানের দলীয় ইনিংস দিয়ে। এমনকি রানের খেলা ক্রিকেটে বিপিএল দেখতে মাঠে আসা দর্শকদেরও জন্য এটি হতাশারই বটে।

মেহেদি মারুফ ১৪ বলে ১১ করে রানআউট হন। দারউইশ রসুল ৯ বলে ৩, আল আমিন ২০ বল খেলে ১৮ আর অধিনায়ক শুভাগতহোম ৭ বলে করেন ১ রান। এরপর উসমান খান (২), উম্মুক্ত চাঁদরাও (৫) দ্রুত ফিরে গেলে ৬৭ রানে ৭ উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন একটা প্রান্ত ধরে কিছুটা সময় লড়েছিলেন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৫ করে আউট হন তিনি। পুরো ২০ ওভার খেলেও ৮৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।

সিলেটের পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ৭ রানে ২ উইকেট শিকার মোহাম্মদ আমিরের। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন, উসমান খান (উইকেটকিপার), মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।

Related Articles

Back to top button