দৈনিক খবর

সমালোচনার মুখে ভিডিও সরালেন তাহসান

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মাঝে মাঝে গানে অনিয়মিত হলেও বর্তমানে এই মাধ্যমেই বেশিরভাগ কাজ করছেন তিনি। স্টেজ শো নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া নতুন গান প্রকাশ করছেন।

সম্প্রতি ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে তার গাওয়া ‘হারাই বহুদূর’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। প্রশংসিত হওয়ার পাশাপাশি গানের ভিডিওটি নিয়ে নকলের অভিযোগ ওঠে। এমন অভিযোগ ওঠার পর সেই ভিডিও সরিয়ে নিলেন তাহসান।

অনেকে বলছেন, এ গানের ভিডিও নাকি কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ মিউজিক ভিডিওর নকল। বিষয়টি জানতেন না তাহসান। এ ভিডিও নির্মাণ করেন নাহিয়ান আহমেদ। বিটিএসের ভক্তদের পাশাপাশি এ গানের ভিডিও নকলের বিষয়টি কোরিয়ান সংবাদমাধ্যমেও এসেছে।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘এ গানের ভিডিওর আইডিয়াটি যে অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে আমার জানা ছিল না। যখন এ সম্পর্কে আমি নিশ্চিত হলাম, তখন আমার এ গান নিয়ে অনুভূতি মাটি হয়ে যায়।

আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি সরিয়ে দিই। গানের ভিডিও নির্মাতাকে শুধু আমার কাছে নয়, ভক্তদের কাছেও ক্ষমা চাইতে বলেছি।’ তাহসান খানের এ বিষয়টি ভক্তদের মনে তার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে।

অনেক ভক্ত ও সংগীতসংশ্লিষ্টরা বলেছেন, একজন শিল্পীর মানসিকতা এমনই হতে হয়। নিজের গান নিয়ে অভিযোগের বিষয়টি জানতে পেরে নিজেই সচেতন হওয়ার বিষয়টি সাধারণত এখনকার শিল্পীদের মধ্যে খুব কম দেখা যায়।

বরং কোনো অভিযোগ আসলে সচেতন না হয়ে নিজের পক্ষে যুক্তি দিয়ে নিজের কাজটিকে মৌলিকত্ব দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকেন। তবে এক্ষেত্রে তাহসানের উদারতা বেশ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অনেকে।

Related Articles

Back to top button