দৈনিক খবর

পরিচয় গোপন রেখে তুর্কি দূতাবাসে ৩ কোটি মার্কিন ডলার দান করলেন এক পাকিস্তানি

এবার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের অনেক দেশ। তবে পরিচয় গোপন রেখে যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে ৩ কোটি মার্কিন ডলার দান করে আলোচনায় অজ্ঞাত এক পাকিস্তানি। গতকাল শনিবার ১১ ফেব্রুয়ারি এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমন ঘটনায় আলোচনা চলছে নানা মহলে।

তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। এই খবর পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছেও। টুইট বার্তায় তিনি জানান, নাম পরিচয় প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের তুরস্কের দূতাবাসে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। একজন পাকিস্তানের এমন উদাহরণ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি মার্কিন ডলার দান করেছেন তিনি।

এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ছয় দিনের মাথায় এসেও ধ্বংসস্তূপে মিলছে লাশ। কখনও আবারও প্রাণের সন্ধান। তবে সময় যত বাড়ছে জীবিত থাকার সম্ভবনা কমে আসছে। আজ রবিবার ১২ ফেব্রুয়ারি দুই দেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার। সূত্র: আনাদোলু এজেন্সি, সিএনএন

Related Articles

Back to top button