Countrywideদৈনিক খবর

মারিয়া ও তার বান্ধবী তন্নি ওই ছেলেগুলোকে মিরপুরের বাসায় নিয়ে আসতো: ওসি মোঃ মহসিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় হামেশাই এই ধরনের ঘটনা প্রকাশিত হয়।  ভুয়া আইডি ব্যবহার করে ছেলেদেরকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্র নিরালস ভাবে কাজ করে চলেছে সোশ্যাল মিডিয়া গুলোতে।  এবার এমনই একটি চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রেমের ফাঁদে ফেলে ভুয়া আইডি দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন। গ্রেফতারকৃত তিনজন হলেন- সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মোঃ মুছলিছ উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মূসা আ. তন্নী আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত ছাত্র মারিয়া কলেজের। সে রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এই চক্রের মূল হোতা মারিয়া ও তার বান্ধবী তন্নি। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সাথে প্রেম খেলা করে। এরপর টার্গেট অনুযায়ী ওই ছেলেগুলোকে মিরপুরের বাসায় নিয়ে আসা হয়। পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই তাদের মারধর করে এবং নগ্ন করে ছবি তোলে। এই কাজে এই দুই বান্ধবীকে সাহায্য করেছেন তাদের বন্ধু শন ও মুন। এরপর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি করত।

ওসি মোঃ মহসিন আরো জানান, এর আগেও তারা একইভাবে হানিফ নামে এক ব্যক্তিকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে। পুলিশের কাছে অভিযোগের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাইভার নিরাপত্তা বিভাগ অনেকে আইনের আওতায় নিয়ে আসলেও অনেকে এখনো নির্ভিগ্নে এসকল অসত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ না করার সাইভার নিরাপত্তা বিভাগের দ্বারা তাদেরকে সনাক্ত করাটা অনেক কঠিন হয়ে পড়েছে।

Related Articles

Back to top button