Countrywideদৈনিক খবর

বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম আর নেই,প্রকাশ্যে তার মৃত্যুর কারণ

শোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের অতিপরিচিত একটি নাম। প্রতি বছর ঈদ এ বাংলাদেশে সব থেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহতে। তবে এবার এ নিয়েই জানা গেলো একটি দুঃসংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আবদুস সালাম গোলাপ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ এপ্রিল) শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্য এনায়েত করিম অমি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্ট্রোক হলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত,এ দিকে তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা শোলাকিয়াতে। সকলেই তার এমন প্রয়ানে পড়েছেন ভেঙে। জানা গেছে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।এনায়েত করিম অমি জানান, মঙ্গলবার শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে শোলাকিয়াবাগের জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related Articles

Back to top button