দৈনিক খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দেওয়া নিয়ে দ্বন্দ্ব, ঝরল যুবকের প্রাণ

এবার ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দেওয়া নিয়ে দ্বন্দ্বে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতককে ছুরিসহ আটক করেছে। গতকাল সোমবার ৯ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল অবকাশ পার্কে সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত যুবকের নাম আশিকুর রহমান আশিক (২৭)। তিনি শহরে মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং বাতিঘর নামে একটি মানবসেবা সংগঠনের কর্মী ছিলেন। হামলাকারীর নাম রায়হান। তিনি ভাদুঘর এলাকার বাসিন্দা।

এদিকে আশিকের সহকর্মীরা জানায়, সপ্তাহ তিনেক আগে একজন রোগীকে রক্ত দেওয়া নিয়ে আশিকের সঙ্গে রায়হানের দ্বন্দ্ব হয়। সোমবার বিকেলে বাতিঘরের সভা শেষে ফারুকী পার্ক থেকে বের হলে রায়হানের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল আশিকের ওপর হামলা করে।

এ সময় তার বুকে, পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে ঘাতক রায়হানকে ছুরিসহ আটক করেছে।

Related Articles

Back to top button