দৈনিক খবর

‘একবার এসে দেখে যাও’, প্রাক্তনদের আমন্ত্রণ জানালেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে আচমকাই বিদায় নিতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। বিশ্বকাপের আগে পিয়ের্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ম্যানেজমেন্ট ও ম্যানেজারকে তোপ দাগেন। এই ঘটনার পর তার সঙ্গে আলোচনা করে চুক্তি শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিশ্বকাপের পর রোনালদো যোগ দেন সৌদি আরবের আল নাসেরে। আচমকায় দল থেকে বিদায় নেওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের ঠিকমত করে বিদায় জানাতে পারেননি তিনি। এবার সেটা করতেই তিনি উদ্যোগ নিলেন। নিজের প্রাক্তন সতীর্থদের বিদায় জানাতে আল নাসেরের ম্যাচ দেখতে ডাকলেন তিনি।

অর্থাৎ, নিজের খেলা দেখিয়ে তিনি প্রাক্তন সতীর্থদের বিদায় জানাবেন। দি সানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রোনালদো তার প্রাক্তন সতীর্থদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাদের তিনি ডেকেছেন রিয়াদে বা পর্তুগালে তার বাড়িতে। যদি তারা রিয়াদে যান তাহলে রোনালদোর ম্যাচ দেখতে পারবেন।

আর পর্তুগালে রোনালদো সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করে তাদের বিদায় জানাবেন। জানা যাচ্ছে, তিনি রিয়াদে প্লেয়ারদের ডেকেছে। যদি এখন সম্ভব না হয় তাহলে তাদের মরশুম থেকে পর্তুগালে ডেকেছেন। সেখানে তিনি নিজের জন্য একটি ভিলা বানাচ্ছেন।

নিজের ভিলায় প্রাক্তনদের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ‘একবার এসে দেখে যাও’, প্রাক্তনদের আমন্ত্রণ জানালেন রোনালদো। এই তালিকায় রয়েছেন হ্যারি মিগুয়েন, ব্রুনো ফার্নান্ডেজ, ক্যাসেমিরো, রাফায়েল ভারানে। রোনালদোর দল সৌদি সুপার লিগ থেকে ছিটকে গেছে। তবে সৌদি প্রো লিগে এখনও রয়েছে আল নাসের।

Related Articles

Back to top button