দৈনিক খবর

স্টার্ট না নেয়ায় বিরক্ত হয়ে নিজের বাইকেই আগুন দিলেন সোহেল

মাদারীপুরের শিবচর উপ‌জেলায় মহাসড়কের ওপর নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন সোহেল শেখ নামে এক যুবক। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কের উপরে এ ঘটনা ঘটেছে। তিনি শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে আগুন ধরিয়ে দেয়া যুবকের নাম সোহেল শেখ। পরে শিবচরের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায় বাইকটি উদ্ধার করে। ততক্ষণে বাইকটি পুড়ে ছাই হ‌য়ে যায়। এদিকে এ ঘটনার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইকটির মালিক সোহেল শেখ জানিয়েছেন, নানাবাড়ি টেকেরহাটে যাবার উদ্দেশ্যে টিভিএস অ্যাপাচি ফোর-ভি মডেলের বাইকটি নিয়ে নিজ বাড়ি থেকে রওনা দিই। কিন্তু পথিমধ্যে পাঁচ্চর এলাকায় বাইকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। একাধিক বার চেষ্টা করেও যখন বাইকটি স্টার্ট দিতে ব্যর্থ হই, তখন এক প্রকার ক্ষুব্ধ হয়েই নিজের ব্যবহৃত বাইকটিতে আগুন ধরিয়ে দিই।

তি‌নি আরো জানান, বাইকটি আমি ২ লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। মহাসড়কে একবার উঠলে নির্ধারিত স্থান ছাড়া বের হবার কোন সুযোগ নেই। নষ্ট বাইকটি নিয়ে সামনের দিকে ১২ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে মহাসড়ক থেকে বের হতে হবে। এমন পরিস্থিতিতে মনের কষ্টে এ ঘটনাটি ঘটাই। এদিকে সোহেলের ছোটো ভাই রফিকুল জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে তার ভাই পারিবারিক কলহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। হয়ত রাগ সামলা‌তে না পে‌রে এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। এটা তার নিজস্ব বিষয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল বলেন, আমরা পোড়া বাইকটিকে উদ্ধার করেছি।বাইকার নি‌জেই আগুন দি‌য়ে‌ছে ত‌বে এ ঘটনায় আরেও বড় ধর‌ণের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছে সাধারণ মানুষ।

Related Articles

Back to top button