Countrywideদৈনিক খবর

ভিআইপিদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ ওবায়দুল কাদের, জানা গেল কারণ

দেশে একটি বিষয় সাধারন মানুষদের নজরে প্রায় আসে আর সেটা হলো ভিআইপিদের নিজেদের ইচ্ছা মতো সড়ক ব্যবহার এবং উল্টোপথে গাড়ি চালানো। যার কারনে যানজটের সৃষ্টি হয় এবং সেই সাথে দূর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষদের। এবার এই বিষয়ে কড়া বার্তা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিআইপিরা নিয়ম না মানায় সড়কে দুর্ভোগ পোহাতে হয় বলে মন্তব্য করেছেন তিনি। এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান।

রোববার (৯ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ভিআইপিদের গাড়ি নিয়ম না মেনে উল্টো পথে চলে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি পরিবর্তন করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং উদাহরণ সৃষ্টি করতে হবে।

এ সময় ক্ষমতাসীন দল রাজপথে ক্ষমতা দেখালে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে মন্ত্রী ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ দূর করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলার অভাব রয়েছে। আরও ছয়-চার লেনের সড়ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে শৃঙ্খলা আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গাজীপুরে বাস র‌্যাপিড ট্রানজিট যাত্রীদের দুর্ভোগে ফেলছে। ঈদের আগে এ সড়ক যানজটমুক্ত রাখতে এবং উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

এদিকে দেশের সড়কগুলোর বেহাল দশা নিয়েও অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী। দেশের অনেক সড়কে কাজ চলছে, বলেও জানিয়েছেন তিনি। সেতুমন্ত্রী জানান, সড়কে যাতে কোনো সাধারন যাত্রীরা দূর্ভোগে না পড়েন সে বিষয়ে পুলিশকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button