দৈনিক খবর

বিরল প্রজাতির সেই নীলগাইয়ের স্থান হলো সাফারি পার্কে

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নীলগাইটি হস্তান্তর করেন। সীমান্ত এলাকায় উদ্ধার করা বিরল প্রজাতির একটি নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে বিজিবি।

এদিকে, গত ২৬ অক্টোবর বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির টহলদল সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় এই নীলগাই উদ্ধার করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার ফলে নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয় এবং দীর্ঘসময় না খেয়ে থাকায় অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে।

সংবেদনশীল এই প্রাণী উদ্ধারের পর বিজিবির অধীনে দীর্ঘ ২ মাস ৮ দিন চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা হয়। নিবিড় পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ও সুঠাম দেহের অধিকারী করে তোলা হয়। পরে বিরল প্রজাতির এই প্রাণীকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হলো।

Related Articles

Back to top button