Countrywideদৈনিক খবর

খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হওয়া নির্ভর করছে কার উপর এবার জানিয়ে দিলেন ইসি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি একটা সময়ে ছিলেন বাংলাদেশের সব থেকে ব্যস্ত রাজনৈতিক নারী ব্যক্তিত্ব। তবে সময়ের ফোরে এই জনপ্রিয় নারী নেত্রী এখন বন্দি চার দেয়ালের মাঝে। আর তার রাজনীতির ক্যারিয়ার নিয়ে এখন দেখা দিয়েছে নানা ধরনের শংকা। এ দিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মোঃ আলমগীর বলেন, খালেদা জিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না তা মনোনয়নপত্র জমা দিলেই বলা যাবে। তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় রিটার্নের স্ট্যাটাস কী তা যাচাই করে দেখবেন। কারণ এখনকার পরিস্থিতি এবং তখনকার পরিস্থিতি ভিন্ন হতে পারে। সেটা এই মুহূর্তে বলা যাবে না।

নির্বাচনী আইনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা অনুযায়ী আদালত কর্তৃক দণ্ডিত কোনো ব্যক্তি সাজার মেয়াদ পাঁচ বছর অতিবাহিত না হলে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। জিয়া অফ্রাঞ্জ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন খালেদা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রিটার্নিং কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়ে তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন। পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে তাও খারিজ করে দেয় তৎকালীন কে এম নুরুল হুদা কমিশন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালের দুর্নীতির মামলায় সাজা প্রাপ্ত হয়ে করাবন্দি হন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই তিনি ছিলেন কারাগারে। দেশের মহামারীর সময়ে টিকে বিশেষ বিবেচনায় রাখা হয় তার বাড়িতে। আর সেই থেকেই তিনি সব কিছু ছেড়ে রয়েছেন নিজের বাড়িতে ।

Related Articles

Back to top button