দৈনিক খবর

বঙ্গবন্ধুর কথা উপেক্ষা করে কীভাবে ভারতের সিনেমা মুক্তির কথা ভাবি: প্রশ্ন নায়ক রুবেলের

হিন্দি সিনেমা দেশে প্রদর্শনের বিষয়ে মতামত জানতে চাইলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, ‘আমি যখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখনও হিন্দি সিনেমা মুক্তি দিতে চাচ্ছিল ওরা। আমরা বাধা দিয়েছিলাম। পরবর্তিতে মন্ত্রণালয় আমাদের চাওয়া মেনে নেয়। এর পরেও মুম্বাইয়ের সিনেমা এ দেশে প্রদর্শনের ব্যাপারে কথা হয়েছে বিভিন্ন সময়। প্রতিবারই আমরা বাধা দিয়েছি। একবার তো কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আজকে যদি এই বিষয়টি আবারো শুনতে হয় তাহলে দুঃখের সঙ্গে এতটুকু শুধু বলি- যেখানে আমাদের ছবি চলছে না, আমাদের চলচ্চিত্রশিল্প নিভু নিভু, তখন ভারতীয় সিনেমা প্রদর্শন আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য প্রচণ্ড ক্ষতি বয়ে আনবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে নতুন কোনো শিল্পী তৈরি হবে না।’

তিনি বলেন, ‘আমাদের বাজেট আর মুম্বাইয়ের বাজেট আকাশ-পাতাল পার্থক্য। স্বাভাবিকভাবে ভালোটা দেখলে দর্শক ওটাই দেখবে। এতে দিনে দিনে আমাদের সিনেমা বন্ধ হয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু কখনও চাননি উপমহাদেশের সিনেমা এখানে চলুক। বঙ্গবন্ধুর কথা উপেক্ষা করে কীভাবে মুম্বাইয়ের সিনেমা মুক্তির কথা ভাবি! এটা ভেবে অবাক লাগে। আমরা কি তাহলে বঙ্গবন্ধুর কথাগুলো ভুলে যাচ্ছি?’

এদিকে প্রশ্ন রেখে এই চিত্রনায়ক দেশের সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি- আমার মা আমার বাবা, সে ভালো হোক, মন্দ হোক সে আমার। সেরকম আমার সংস্কৃতি সেটা ভালো হোক কিংবা মন্দ হোক এটা আমার। আমি আমার সংস্কৃতি এদিক-ওদিক হয়েছে বিধায় অন্যের সংস্কৃতি নিয়ে এসে আমার সংস্কৃতিকে ঠেসে ধরবো তা আমি মেনে নিতে পারি না। আমি এর বিরোধীতা করছি।’

Related Articles

Back to top button