দৈনিক খবর

ভাতা বন্ধ, অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ‘মৃ’ত’

হবিগঞ্জের লাখাই উপজেলায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল ফাজিলের ছেলে বৃদ্ধ মো. আলিম উদ্দিন ভূঁইয়া ও নখলাউক গ্রামের আরেক বৃদ্ধের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয় বলে জানা গেছে।

বৃদ্ধ আলিমুদ্দিন গত বছরের জুলাই মাস থেকে বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় সমাজসেবা অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নিকট লিখিত অভিযোগ করেন।

আলিমুদ্দিন জানান, তিনি প্যারালাইজড রোগী হওয়ায় অফিসে যেতে পারেন না। সাত মাস ধরে ভাতা বন্ধ থাকায় তার ওষুধ ক্রয়সহ বাড়ির বাজার বন্ধ হয়ে গেছে। ফলে নিরুপায় হয়ে অতিকষ্টে অফিসে গিয়ে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি জানান, তালিকা সংশোধন করার সময় ভুলবশত ওই ব্যক্তিদের নাম কাটা পড়েছে।

লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তিনি পদক্ষেপ নিয়েছেন। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

Related Articles

Back to top button