দৈনিক খবর

‘শনিবার বিকেল’ সিনেমার জন্য ১৫ দিন কেঁদেছি : মামুনুর রশীদ

একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী মামুনুর রশীদ ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি প্রায় ৪ বছর আটকে থাকার পর এখন মুক্তি দিতে বাঁধা নেই জেনে তিনি ভীষণ খুশি। সেন্সর বোর্ডে দীর্ঘ ৪ বছরের বেশি সময় আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে বোর্ডের আপিল কমিটি।

তার কথায়, ‘আমি আনন্দিত। মহা আনন্দিত। অবশেষে “শনিবার বিকেল” মুক্তির মিছিলে আছে। আশা করছি, শিগগিরই মুক্তি পাবে।’

মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ‘শনিবার বিকেল’ সিনেমায় মামুনুর রশীদ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ধানমন্ডির বাসায় বসে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এই “শনিবার বিকেল” সিনেমার জন্য ১৫ দিন কেঁদেছি। অনেক কাঁদতে হয়েছে আমাকে। চরিত্রটি নিয়ে পুরোপুরি বলা যাবে না। এটুকু বলতে পারি, যে চরিত্রটি আমি করেছি, তা করার জন্য আমাকে ১৫ দিন কাঁদতে হয়েছে।’

‘এটা একটা ওয়ান শট ফিল্ম। অনেক প্রস্তুতি নিয়ে অভিনয় করেছি। অনেক প্রত্যাশা “শনিবার বিকেল”কে নিয়ে,’ যোগ করেন তিনি। আমার একটি দৃশ্য আছে যা কিনা এদেশের সব অভিভাবককে ভাবাবে। এদেশের সব অভিভাবকদের হয়ত স্পর্শ করবে, আমার বিশ্বাস। সে জন্য ১৫ দিন কাঁদতে হয়েছে।’

Related Articles

Back to top button