জাতীয়দৈনিক খবর

এবার জাকাত আদায়ের টার্গেট ২০ কোটি টাকা: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছে, এবার ২০ কোটি টাকা জাকাত আদায়ের টার্গেট করা হয়েছে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে জাকাত বোর্ড ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে জাকাত বোর্ড ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, জাকাত ফান্ডকে শক্তিশালী করার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে বড় অগ্রগতি করা সম্ভব। গত বছর রমজান মাসকে কেন্দ্র করে ১০ কোটি টাকা জাকাত আদায় হয়েছিল। এবার জাকাত আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ২০ কোটি ।তিনি বলেন, জাকাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলা দিতে বর্তমান সরকার এরই মধ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে। সেরা জাকাতদাতাকে নির্বাচন করে পুরস্কৃত করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম জাকাত আদায় ও ব্যবস্থাপনায় অংশীজনদের প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম বলেন, জাকাত ব্যবস্থা সহজ করতে ইসলামী ফাউন্ডেশন অনলাইন ব্যবস্থার কাজ চলমান আছে। মাঠপর্যায়ে সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে জাকাত আদায়ের লক্ষ্য পূরণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।

Related Articles

Back to top button