দৈনিক খবররাজধানী

বঙ্গবাজারে নিয়ন্ত্রণে থাকা আগুন আবারও জ্বলে উঠল!

এবার বঙ্গবাজার মার্কেট ও আশপাশের অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে থাকা আগুন আবারও জ্বলে উঠেছে। তা নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইফতারের পরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন আবার তাপ ছড়াতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর মার্কেটের পেছনের অংশে আবারও আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ ছাড়া এনেক্সকো টাওয়ারের ওপরের দুটি তলায়ও আগুন জ্বলার কথা শোনা গেছে। সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এনেক্সকো টাওয়ার ও পুলিশ হেডকোয়ার্টারের পেছনের দেয়ালের আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন।

এর আগে মঙ্গলবার ৪ এপ্রিল ভোর ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। সাড়ে ছয় ঘণ্টা পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।

এদিকে অগ্নিকাণ্ডে বঙ্গবাজারসহ আশপাশের ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

Related Articles

Back to top button