দৈনিক খবর

সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস: নাসির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম সংস্করণ শুরু হয়েছে আজ। এই উপলক্ষে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনে উপস্থিত হয়েছেন অধিনায়কেরা।

ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি ছয়ে দলের অধিনায়কই উপস্থিত ছিলেন। এসময় অধিনায়কের নাম জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজি।

তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসির হোসেনের উপস্থিতি দেখেই বোঝা গেছে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকাকে। আর এই দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত নাসির। একটু মজা করেই বলেছেন,

‘আমার সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, যেহেতু আমি অধিনায়ক।’এতদিন ঢাকার অধিনায়কত্বের দৌড়ে ছিল মোহাম্মদ মিঠুন এবং তাসকিন আহমেদের নাম, তাদের টপকে নেতৃত্ব পেয়ে গেলেন নাসির।

এর আগে, বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হয়েই ফিরেছেন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। দল গোছানো থেকে শুরু করে, এখন পর্যন্ত তেমন আলোচনায় নেই ঢাকা।

বড় কোনো মুখ না থাকলেও নাসির আশাবাদী চ্যাম্পিয়ন হতে, ‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।’

Related Articles

Back to top button