দৈনিক খবর

যাত্রীদের আইডি কার্ড দেখে ঢাকায় আসার কারণ জানছে পুলিশ

রাজধানীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গণঅবস্থান কর্মসূচির কারণে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে ও সরেজমিন এমনটি দেখা গেছে।

এদিকে, আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশপথে বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি করে কারণ জানতে চাইছে পুলিশ। বাস যাত্রীদের পরিচয়পত্র দেখছেন এবং কি কারণে ঢাকায় যাচ্ছেন সেটার জন্য জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

তবে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। তারা বলছেন, এই বাসের যতগুলো যাত্রী আছে সকলে ঢাকায় কর্মস্থলে জরুরি কাজের জন্য যাচ্ছেন। কিন্তু পুলিশ এভাবে যাত্রা পথে বাস থামিয়ে যাত্রীদের হয়রানি করতে পারে না। তারা আরও বলছেন, রাজনৈতিক দলের কর্মসূচির কারণে এর আগেও এভাবে ঢাকার আশপাশ থেকে আসা মানুষদের বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাস্তায় যেন কোনো ধরনের যানজট তৈরি না হয়, যানবাহন চলাচল যেন স্বাভাবিক থাকে। কিন্তু আজ বুধবার সকালে যাত্রাপথে পুলিশের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ।

Related Articles

Back to top button