দৈনিক খবর

ক্ষমা চাইলেন নাসির

এবার দেরিতে হলেও সুমতি হয়েছে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনের। কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে রীতিমতো অপমান করেছিলেন তিনি। সেই কাণ্ডের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন এ ক্রিকেটার। এ ঘটনাটি ছিল বিপিএলের ট্রফি উন্মোচনের অনুষ্ঠান শেষে। সংবাদ সম্মেলনে আসেন সাত দলের অধিনায়ক।

সেখানে এক সাংবাদিককে অপমান করেন নাসির। মূলত তাকে করা একটি প্রশ্ন শুনেই খেপে যান এ ক্রিকেটার। ‘বিপিএলের গত আসরে আপনি দলে ছিলেন না। এবার দল পেয়েই অধিনায়ক।’ সংবাদ সম্মেলনে ঠিক এই পর্যন্তই বলতে পেরেছিলেন এক সাংবাদিক। সেটা শুনেই খেপে যান নাসির হোসেন। উল্টো প্রশ্ন করেন, ‘আপনি কে ভাই? সাংবাদিক আপনি, মিডিয়ার…।’

এরপর নাসির বলেন, ‘ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন।’ সাংবাদিক তার অনুভূতি জানতে চাইলে উত্তরটা দিয়েছেন তাচ্ছিল্যের সঙ্গে, ‘আমারতো খুব সুন্দর লাগছে। ওয়াও ফিলিংস, ক্যাপ্টেন আমি যেহেতু!’ এরপর বিদ্রূপের হাসি। আজ শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন নাসির।

সেই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি সেজন্য দুঃখিত। কোথায় সে ভাই? আমি আসলে উনাকে ব্যক্তিগতভাবে চিনি না ওইভাবে। হয়তো মিরপুরে অনেকদিন পর ঢুকি না তো। তারজন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। আপনি কিছু মনে কইরেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে প্লেয়ার্স ড্রাফটের নাম থাকার পরও বিপিএলের গত আসরে দল পাননি নাসির। মাঠের বাইরে নানা কাণ্ডের সঙ্গে ছিল ফিটনেস নিয়ে সমস্যাও। তবে এবার বিপিএলে ফিরে হয়েছেন ঢাকার অধিনায়ক।

Related Articles

Back to top button