দৈনিক খবর

ডিগ্রী নিতে ডাক্তারদের বাধা দিচ্ছে সরকার, এবার এ নিয়ে মুখ খুললেন আব্দুন নূর তুষার

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একের পর এক ঘটনায় বার বার সমালোচিত হয়েছে। এবার এ নিয়ে একটি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় চিকিৎসক আব্দুন নূর তুষার। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

ডাক্তাররা নিজের গাঁটের পয়সায় বিদেশ গিয়ে এমআরসিপি পরীক্ষা দিতে চাইলে মন্ত্রনালয় বাঁধা দিচ্ছে। আর স্বাস্থ‍্যমন্ত্রী বলছেন দেশে মানসম্পন্ন দক্ষ চিকিৎসক নাই তাই হৃদরোগ কিডনির রোগে রোগীরা বিদেশ যাচ্ছে। ডিগ্রী নিতে বাঁধা দিয়ে ডাক্তার নাই বলার অর্থ কি?

দেশে চিকিৎসা হয় না বলতে লজ্জা পাওয়া উচিত। মহামারীর সময় ঠিকই চিকিৎসা হলো। মহামারী কমতেই আবার শুরু হয়েছে ডাক্তার এর ওপর দোষারোপ।

দেশে সব খারাপ ; শুধু মন্ত্রী ভালো।

এদেশে একজনও অদক্ষ মন্ত্রী নাই। অদক্ষ আমলা নাই। অদক্ষ পুলিশ নাই। সবাই দক্ষ।অদক্ষ শুধু ডাক্তার।

প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন চিকিৎসক আব্দুন নূর তুষার। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশের চিকিসৎসা ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা করে যাচ্ছেন। এ ছাড়াও দেশের নানা ধরনের সমসাময়িক বিষয় নিয়ে তিনি সব সময় কথা বলে থাকেন সোশ্যাল মিডিয়াতে।

Related Articles

Back to top button