খেলাধুলাদৈনিক খবর

মাত্র ২০ লাখ টাকার জন্য মেয়েদের অলিম্পিকে যেতে না পারাটা লজ্জাজনক, দেশের বদনাম: পাপন

সম্প্রতি দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়- ‘টাকার অভাবে’ সাফ চ্যাম্পিয়ন মেয়েরা মায়ানমারে অনুষ্ঠিতব্য অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারেননি। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সম্প্রতি এ বিষয়ে ব্যখ্যা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসন পাপনকে খোঁচা মেরে বসেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন।

তিনি বললেন, মেয়েদের অলিম্পিকে যেতে না পারাটা লজ্জাজনক এবং দেশের বদনাম। আজ মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘যে যত কথাই বলুক, এসব নিয়ে আমি মন খারাপ করি না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা (অলিম্পিক বাছাই) যেতে পারল না! তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ, কষ্ট… মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন!’

তিনি আরও বলেন, ‘এই যে আপনাদের চ্যানেলগুলা (মিডিয়া) আছে না, তাদের কারও মালিকের কাছে বললেই তো দিয়ে দিত। আপনারা জানেন…বিশ্বাস করেন আমি কারও সাথে এটা বলিনি… আমাদের খেলোয়াড়েরাই তো দিত! বলত একবার। এটা কী!! এত গোপনে জিনিসটা করেছে… যে প্রসেসে করেছে… খুব দুঃখজনক।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে, ফুটবল বোর্ডে যে সমস্ত পরিচালকরা আছে, তারা ২০ লাখ টাকা দিতে পারবে না! তাদের অনেকের দৈনিক খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে এটা আশ্চর্য লাগে। আমার মনে হয় কোনো ঘটনা আছে… আমি জানি না। আমার কাছে খব আশ্চর্য লাগে। দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম…. দেশের বদনাম…. আর কিছু হয় না।’

তিনি আরও বলেন, ‘আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা বলছি যে মাত্র ২০ লাখ টাকার জন্য আমাদের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারল না! এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এদের সাথে কথা বলার প্রশ্নই ওঠে না।’

Related Articles

Back to top button