দৈনিক খবর

এবার সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করবেন শবনম বুবলী

তারকাদের জন্য শোবিজ থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার মতো ঘটনা নতুন কিছু নয়। তারকাদের মাঝে অনেকেই ইতোমধ্যে রাজনীতিবিদ হিসেবে বেশ প্রতিষ্ঠিত।

এবার সেই ধারাবাহিকতায় এবার রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। পুরোদস্তুর নেত্রী হিসেবেই তাকে দেখা যাবে। তবে সেটা বাস্তবে নয়, একটি সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে।

সিনেমার নাম ‘লোকাল’। পরিচালনা করছেন সাইফ চন্দন। বর্তমানে এই সিনেমার শুটিং চলছে। এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। এতে তার নায়ক আদর আজাদ। এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘এর গল্প দারুণ।

রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।’

এই সিনেমার বিষয়ে পরিচালক জানান, সিনেমায় বুবলীকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। এলাকার নানা প্রতিকূলতা পেরিয়ে এক সময় বুবলী নিজেকে একজন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, এটি একটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। মফস্বলের মানুষের জীবনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদ স্থানীয় মাস্তান চরিত্রে অভিনয় করছেন।

Related Articles

Back to top button