দৈনিক খবর

আপনাদের সহযোগিতা সবসময় আমার প্রয়োজন: মাশরাফি

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, আপনারা বলেন এ কাজটা হলো না, ওটা লাগবে, এগুলো করে দেন।

আমি বললাম আর হয়ে গেল, ব্যাপারগুলো কিন্তু এমন নয়। এগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চেষ্টা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। একটা কথা মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আসিনি। সারাজীবন খেলেছি তো ক্রিকেট,চিনি ব্যাট-বল। রাজনীতি এমন একটা জায়গা বরাদ্দ আনা কাজ করা, কোথায় কী হচ্ছে এটা আমার জন্য নতুন একটা পরিবেশ।

অনেকে চল্লিশ বছর করে ভুল করে আর আমি মাত্র চার বছর। আমি জানি আমি এলাকার জন্য কাজ করছি। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতা সবসময় আমার প্রয়োজন।

শুক্রবার (৩ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘জনতার মুখোমুখি,জনতার সেবক’ এ শ্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া হাই স্কুল মাঠে এ ব্যতিক্রমী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় মল্লিকপুর ইউনিয়নে ৪ বছরের উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন মাশরাফি।

তিনি বলেন, আমাকে ভালোবাসেন আর না বাসেন আমি কাজ করে যাবো। আপনারা একবারের জন্যও ভাববেন না আমি বসে আছি। আমার এইভাবে বারবার এসে জনসভা করা সম্ভব না, তারপরও করছি।

আর এই জনসভা করার দায়িত্ব আমার না। আমার কাজ হচ্ছে অফিসে অফিসে দৌড়ে আপনাদের জন্য বরাদ্দ আনা। আপনাদেরও সেটাই চাওয়া উচিত। এখানে এসে আপনাদের জড়িয়ে ধরে কোলাকুলি করলাম, আর আপনারা ভাবলেন এমপি খুব ভালো ছেলে আমাকে জড়িয়ে ধরেছে।

কিন্তু এতে কাজের কাজ তো কিছুই হয় না। সেই ৫০ বছর ধরে যেভাবে ছিলেন এখনো তাই। আরও ৫ বছর ধরে ডাহা মিথ্যা কথা আর আই ওয়াস করে আমিও তো চলতে পারতাম। কিন্তু আমিতো ওই সর্টকাট পথ বেছে নিইনি। আমি কাজ করতে চেয়েছি আর কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি দেখছি। সেগুলোরে আমি আস্তে আস্তে অতিক্রম করছি।

তিনি আরও বলেন, টাকার বিনিময় কিচ্ছু পাবেন না। যেখানে যেই দেখবেন টাকা চাচ্ছে ও হচ্ছে চোর বানোয়াট ও কিচ্ছু করে দিতে পারবে না। কোনো কাজ টাকার বিনিময়ে হয় না। আর আপনি টাকা দিয়ে যদি আমাকে বলেন তাহলে আর লাভ নেই।

টাকা দেওয়ার আগে যদি আমাকে বলেন আমি যদি বলি দেন তখন সমস্যা আমার। তো টাকার বিনিময়ে কোনো কাজ করাতে যাবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি আমার যতদূর সম্ভব আমি কাজ করে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো রাখতে পারি।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংসদ সদস্য মাশরাফি তার নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে জনতার মুখোমুখি হবেন। প্রসঙ্গত, ব্যতিক্রমী এ ধরনের আয়োজন নড়াইলের কোনো জনপ্রতিধি কখনো করেননি।

Related Articles

Back to top button