দৈনিক খবর

ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা, টিকটকে ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টোপথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সুলতান আহমেদ নামের নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। এ সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিলুফা বেগম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কোলিনপুর এলাকার মো. মাসুদের স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সালমা টাওয়ার এলাকায় বসবাস করছেন। সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

পুলিশ জানায়, রোববার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে দায়িত্বে ছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল সুলতান আহমেদ। এ সময় উল্টো পথে সাইনবোর্ড থেকে চিটাগাংরোডগামী একটি অটোরিকশা আসতে দেখে থামতে বললে অটোচালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় নারী যাত্রী নিলুফা সহ অটো রিকশাটি উল্টে যায়। এতে ওই নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটিও ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইল ফোনের জরিমানা স্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন এবং তার শার্টের কলার ধরে টানা-হেঁচড়া করেন।

পরে আহত পুলিশ কনস্টেবল মো. সুলতান আহমেদ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এ এস আই দিলীপ কুমার বাদী হয়ে হামলাকারী নারীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এদিকে একটি টিকটক আইডি থেকে এই হামলার ঘটনার ভিডিওটি ভাইরাল করা হয়।

এ বিষয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক দিয়ে একটি অটো রিকশা আসছিল। তখন ডিউটিরত কনস্টেবল সুলতান রিকশাটি থামতে সিগনাল দিলে চালক রিকশা ঘোরানোর সময় উল্টে পড়ে যায়।

এতে ওই নারী যাত্রীর মোবাইল ভেঙে যায়। ওই নারীসহ আশপাশের কিছু লোক সুলতানের ওপর হামলা করে। এসময় ওই নারী সুলতানের মোবাইল নিয়ে চলে যাওয়ার সময় মার্কেটের লোকজন নারীকে আটক করে। এ বিষয়ে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছি।

Related Articles

Back to top button