opinionদৈনিক খবর

শেখ হাসিনা এবং তাঁর সরকারের মনের ভেতরে প্রথম আলো নিয়ে এক ধরনের কুরকুরানী আছে : সঞ্জু

সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। তার বিরুধ্যে মূলত ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে হয়েছে। এদিকে তাকে গ্রেফতার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু। নিচে সেটি তুলে ধরা হল-

২০১২ সালের ২৩ অক্টোবর পূর্ব লন্ডন ভিত্তিক সংবাদপত্র ইস্ট লন্ডন এডভার্টাইজারের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে ‘ex-patriots’ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছিল। সংবাদপত্রের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একাধিক ই-মেইল পাঠিয়েও এর কোনো ব্যাখ্যা পাইনি। অবশেষে প্রেস কমপ্লেইন্টস কমিশনে অভিযোগ দাখিল করে এর একটা প্রতিকার পেয়েছিলাম কমিশনের কাছ থেকে।

 

অভিযোগের জবাবে প্রেস কমপ্লেইন্টস কমিশনের সিদ্ধান্ত আমার মনপুতঃ হয়েছে। আমিও এমন প্রতিকার পাব ভেবেছিলাম। কারণ, অনলাইনে সংবাদ প্রকাশের পর সংবাদপত্রের সম্পাদকের কাছে পাঠানো আমার ই-মেইলের পরই প্রিন্ট ভার্সনে ওই সংবাদের শিরোনামে পরিবর্তন দেখে আমার সেই ধারণা হয়েছিল।
কমিশন বলেছে, ওই শিরোনামে বানান ভুল হয়েছে। কমিশন বিষয়টি এডভার্টাইজারের সম্পাদককে অবহিত করবে বলেও আমাকে জানায়। প্রেস কমপ্লেইন্টস কমিশন আমাকে যে চিঠি পাঠিয়েছিল, তার একটি কপি এই পোস্টে সংযুক্ত করলাম।

দ্রষ্টব্যঃ

ইস্ট লন্ডন এডভার্টাইজারের সংবাদে EXPATRIATE এর স্থলে লেখা হয়েছিল EX-প্যাট্রিয়ট সংবাদের শিরোনাম ছিলঃ ”Send money home to Bangladesh, MP Rushanara Ali urges ex-patriots”
শেখ হাসিনার সরকারের মতো আমিও সংবাদে একটা ষড়যন্ত্রের কিংবা বর্ণবাদের গন্ধ পেয়েছিলাম। EXPATRIATE এর স্থলে EX-PATRIOT লেখার অর্থ হলো, প্রবাসীরা এখন আর দেশপ্রেমিক নয়, তাঁরা সাবেক দেশপ্রেমিক ( EX-PATRIOT)

কিন্তু প্রতিকার পেতে হলে আপনি আপনার মনের ভেতর চলমান কুরকুরানী দিয়ে প্রতিকার পাবেন না। প্রতিকার পেতে হবে আইন এবং বিধির আওতায়। আমি অভিযোগে বলেছিলামঃ
প্রকাশিত সংবাদে Editors’ Code of Practice এর ১ নম্বর ক্লোজ (একিউরেসি) ভঙ্গ হয়েছে।

মন্তব্যঃ
শেখ হাসিনা এবং তাঁর সরকারের মনের ভেতরে প্রথম আলো নিয়ে এক ধরনের কুরকুরানী আছে। প্রথম আলোর সংবাদ প্রকাশ এবং মতামত কলামের কন্টেন্টে ষড়যন্ত্র খুঁজে পায় আওয়ামীলীগ।
সংবাদ মাধ্যমের ভুলের প্রতিকার পেতে হবে সিভিল পথে, ক্রিমিনাল পথে নয়।

Related Articles

Back to top button