দৈনিক খবর

জামায়াত-হেফাজতের সঙ্গে সমঝোতার প্রশ্ন তোলা অবান্তর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন তোলা অবান্তর। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, হাঁস ডিম পাড়ার আগে অনেক হাকডাক দেয়। কয়েক দিন আগে বিএনপির গণঅবস্থান আর আগামী ১৬ জানুয়ারির সমাবেশ ওই হাঁসের হাকডাক ছাড়া কিছু নয়।

এদিকে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত এখনো জ্বালানি নির্ভর। সমগ্র পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে যে হারে দাম বাড়ানো হয়েছে আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। এ খাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে। তাই এই ভর্তুকি কিছুটা কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ নিয়ে ড. হাসান মাহমুদ বলেছেন, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসমাবেশে লোকে লোকারণ্য হয়ে যাবে। মাদ্রাসা মাঠে সমাবেশ হলেও পুরো রাজশাহীতে লাখ লাখ মানুষের সমাগম হবে।

Related Articles

Back to top button